Wednesday, November 12, 2014

B.C.S- General knowledge-(Current affairs of Bangladesh- বাংলাদেশ সাম্প্রতিক বিষয়বলি)


অতি সাম্প্রতিক কিছু বিষয় আপনাদের জন্য। আশা করি উপকৃত হবেন। পরবর্তী পোস্ট:সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়বলি 
১- (১৬/১০/২০১৪) ঢাকায় অনুষ্টিত হয় দক্ষিন এসিয়া খাদ্য অধিকার সম্মেলন ২০১৪।
২-(১৭/১০/২০১৪সিলেট এর কৈশালটিলয় দেশের প্রথম তেল অনুসন্ধান কূপ খনন শুরু।
৩-CPA- Commonwealth parliamentary association নির্বাহী কমিটির প্রথম চেয়ারপারসন - ড. শিরীন শারমিন। 
৪-পদ্মা সেতুর তদারকির জন্য পরামর্শক - Korea expressway corporation
৫-"বিজয় একাত্তর-৪"- বাংলা লেখার সফটওয়্যার এর নতুন সংস্করণ- উন্মুক্ত করা হবে ১৬/১২/২০১৪
৬- স্যার ফজলে হাসান আবেদ ২৩ অক্টোবর ২০১৪ তারিখে স্পেনের সর্বোচ্চ বেসামরিক পদক "order of civil merit" এ ভূষিত হন 
৭-পণ্যে পাটজাত মোড়ক বেবহার আইন ২০১০ কার্যকর হই কবে- ১/০১/২০১৪
৮-ভাষা সৈনিক আব্দুল মতিনের সম্পর্কে কিছু তত্ত্ব-
জন্ম -৩ ডিসেম্বর ১৯২৬
মৃত্যু -৮ অক্টোবর ২০১৪ 
ডাক নাম -গেদু 
জন্মস্থান-ধুবালিয়া, চোহালি, সিরাজগঞ্জ  
৯-টেস্ট ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং- "বাংলাদেশ-জিম্বাবুয়ে" ২য় ইনিংসে ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়ে স্পিনার তাইজুল ইসলাম।
১০-দেশের বাইরে প্রথম বাংলাদেশী প্রথম পত্রিকা- প্রথম অলো- কাতারে মুদ্রিত হয় ১৫ অক্টোবর ২০১৪
১১- বিশ্বের সেরা ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম অবস্থান ৮৬ তম। ১০০ বন্দরের তালিকায় নেই মংলা বন্দর।
১২-সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ২৭ অক্টোবর ২০১৪ আমিরাতের প্রধান মন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুম ও বাংলাদেশ প্রধান মন্ত্রী শেখ হাসিনার মধ্যে ৩ টি চুক্তি স্বাখ্খরিত হয়- *সাজাপ্রাপ্ত আসামী স্থানান্তর বিষয়ক চুক্তি। *নিরাপত্তা বিষয়ক সহযোগিতা চুক্তি *ঢাকায় আমিরাতের জন্য প্লট হস্তান্তর বিষয়ক চুক্তি।
১৩-২০১৬ সালের জন্য ডিভি লটারী বাদ পড়েছে যে যে দেশ- Bangladesh, Brazil, Canada, China, Colombia, Dominican republic, Ecuador, L Salvador, Haiti, India, Jamaica,Mexico, Nigeria, Pakistan, Peru, south Korea, United Kingdom, Vietnam.
১৪-টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ও একমাত্র ডাবল সেঞ্চুরি - মুশফিকুর রহিম
১৫-ঢাকা চিডিয়াখানার প্রস্তাবিত নতুন নাম- বাংলাদেশ জাতীয় চিডিয়াখানা।
১৬-"সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা" - ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুর রহমান হল সড়কদীপে।
১৭-আন্তর্জাতিক যুদ্বাপরাদ ট্রাইবুনাল-১ এর বর্তমান বিচারপতি- এম. ইনায়েতুর রহিম

Bangabandhu-1 :দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ এর সম্পর্কে কিছু তত্ত্ব;
ঘোষনা - রাজি উদ্দিন আহমেদ রাজু (Posts and Telecommunications Minister), ২৯/০৩/২০১০
ব্যায়- ৩০ বিলিয়ন টাকা
অমুনানিক ২০১৫ এর মধ্যে কাজ শেষ হবে

Bangabandhu-1 will be Bangladesh's first satellite. On March 29, 2010 Rajiuddin Ahmed Raju, the Posts and Telecommunications Minister, had first announced the government decision of launching country's first satellite into space in 2015. The project will cost BDT 30 billion and satellite's life span will be around 25 years where the invest can be earned within first 5 years. The satellite will stay at 102 East longitude. US firm Space Partnership International is assigned by the country to design and to launch the satellite



আপনার মতামত কমেন্টে জানান  
পরবর্তী বিষের জন্য চোখ রাখুন 
ধন্যবাদ 

No comments:

Post a Comment